রুয়েট থেকে আমাদের একটি সেচ্ছাসেবী টিম ফেনী এর বিভিন্ন এলাকায় গত ২৪ আগস্ট ত্রাণসামগ্রী বিতরণ করে

রুয়েট থেকে আমাদের একটি সেচ্ছাসেবী টিম ফেনী এর বিভিন্ন এলাকায় গত ২৪ আগস্ট ত্রাণসামগ্রী বিতরণ করে। তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে, ফেনীর পরিস্থিতি সম্পর্কে সোশাল মিডিয়ায় যা দেখা যাচ্ছে, বাস্তব জীবনে তা একটু ভিন্ন। বন্যার পানি ধীরে ধীরে নামছে এবং কিছু এলাকায় ইতিমধ্যেই নেমে গেছে, কিন্তু “পোস্ট-ফ্লাড ইফেক্ট” দেখা দিচ্ছে তীব্রভাবে। শুরুতে কিছু অব্যবস্থাপনা থাকলেও এখন সেখানকার ডিসি এবং ঢাকার সম্বয়কেরা মিলে তাদের কার্যক্রম গোছাতে শুরু করেছে। তারপরেও অনেক মানুষ এখনো খাবার পায়নি, বুক সমান পানি হওয়ায় কোনো ভলেন্টিয়ার টিম ভিতরে ঢুকতে পারছে না, যা আমাদের জন্য চিন্তার বিষয়। এখন রেস্কিউ এবং সাপ্লাই টিমের কাজ আলাদাভাবে চলছে।

এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী?

১. অতিরিক্ত জনবল দরকার নেই: ফেনিতে এখন অনেক মানুষের প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত মানুষ নিলে সমস্যা বাড়তে পারে। যেকোনো ভলেন্টিয়ার টিম তাদের ত্রাণসামগ্রী সরাসরি সেখানকার রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের পেজে জানাতে পারেন যাতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করতে পারি।

২. ত্রাণ সহায়তা প্রয়োজন: ফেনিতে এখন সবচেয়ে বেশি দরকার ত্রাণ সহায়তা। ডিসি অফিস থেকে প্রয়োজনীয় জিনিসপত্রের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা নিচে দেওয়া হলো:

  • – চাল
  • – ডাল
  • – লবণ
  • – আলু
  • – তেল
  • – মোমবাতি
  • – দেশলাই
  • – স্যানিটারি ন্যাপকিন
  • – খেজুর
  • – পানি
  • – হ্যালোজেন ট্যাবলেট
  • – পেঁয়াজ
  • – ল্যাক্টোজেন
  • – বাচ্চাদের জন্য সিরিয়ালস

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রেকর্ড পরিমান ত্রাণ জমা হয়েছে কিন্তু সেখানের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডিস্ট্রিবিউশন। তাই যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে ইচ্ছুক তাদের কাছে অনুরোধ থাকবে ডিস্ট্রিবিউশন টিমে কাজ করতে,সেখানে অনেক লোকবলের দড়কার। এছাড়া যারা ত্রাণসামগ্রী ডোনেট করতে চাচ্ছি তারা টিএসসিতে না দিয়ে সম্ভব হলে সরাসরি দেয়ার চেষ্টা করবেন। এই মূহুর্তে যত দ্রুত সাহায্য পাঠানো যায় তত পরিস্থিতির উন্নতি আশা করা যায়।

রুয়েট থেকে এই প্রতিনিধি দলটি ইতিমধ্যে প্রায় ৭০০+ লিটার পানি ফেনীর অথরিটিকে হস্তান্তর করা হয়েছে, এবং এর মধ্যে কিছু আমরা নিজেরাও ডিস্ট্রিবিউট করেছি।

এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ত্রাণ সামগ্রী সংগ্রহ ও সঠিকভাবে বিতরণ করা। সকলকে ধন্যবাদ সহযোগিতার জন্য, আপনার সামান্য সহায়তাও এই সময়ে অনেক বড় ভূমিকা রাখতে পারে।

আমাদের তহবিল সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমের সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন RUET Synergy এর সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই দুর্যোগময় মুহূর্তে আমরা সবাই মিলে এগিয়ে আসি বন্যা দুর্গতদের সহায়তায়।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব এবং সংগঠনের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা তহবিল সংগ্রহ করা হচ্ছে। আপনারা যেকোনো পরিমাণ অনুদান দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেন।

বিকাশ, নগদ, রকেট, অথবা সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনার মূল্যবান সহযোগিতা পৌঁছে দিতে পারেন।

বিকাশ:

01754543996 (Yousha, ME’20)

01741865307 (Naim Sikder, EEE’19)

01877217522 (Mayeen Uddin, ECE’19)

01788758995 (Yousha, ME 20)

নগদ:

01877217522 (Mayeen Uddin, ECE’19)

01788758995 (Yousha, ME’20)

রকেট:

017418653078 (Naim Sikder, EEE’19)

018772175221 (Mayeen Uddin, ECE’19)

ব্যাংক একাউন্ট:

IBBL Acc. No. : 20503296700036811

Mayeen Uddin

Branch: Banshkhali, Chattogram

DBBL Acc. No: 135 1050 184946

Md Naim Sikder

Rupali Bank Acc No: 3723 010 020152

RUET Branch

Md Naim Sikder

আপনার সাহায্যই বন্যাদুর্গতদের বাঁচাতে পারে। আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই।

(আয়োজনে: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *